বিয়ের জন্য মেয়েকে প্রশ্ন করা

১. ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিনা
২. কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? উত্তরঃ রাসূল (সাঃ)
৩. বিয়ের পরে সবার সাথে থাকতে চায় নাকি আলাদা থাকতে চায়
৪. পর্দার ব্যাপারে জিজ্ঞেস করবেন। কাজিনদের সাথে পর্দা করে কিনা, খালু, ফুফা এদের সাথে পর্দা করে কিনা
৫. ফেসবুক বা কোন অনলাইন যোগাযোগ মাধ্যমে কোন নন মাহরাম বন্ধু আছে কিনা
৬. পড়াশুনা এবং চাকুরীর ব্যাপারে জিজ্ঞেস করবেন। এটা গুরুত্বপূর্ণ। চাকুরী করতে ইচ্ছুক কিনা
৭. অবসর সময় কি করে
৮. কি করতে সবচেয়ে পছন্দ করে
৯. ইশরাক, চাসত, তাহাজ্জুত পরে কিনা
১০. কোন মাজহাব মেনে চলে
১১. আশুরার রোযা ছিলো কিনা
১২. দোয়া কিরকম জানে
১৩. ফরজ রোযার পরে নফল রোযা ৬ টা থাকে কিনা

রাসূল (সঃ) সিজদা করার সময় এই দোয়া পড়তেন

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলী যাম্বী কুল্লাহ, দিক্কাহু ওয়া জিল্লাহ, ওয়া আউওয়ালাহু ওয়া আ-খিরাহ, ওয়া আ'লানিয়াতাহু ওয়া সিররাহ

অর্থ : “হে আল্লাহ! তুমি আমার কম ও বেশি, পূর্বের ও পরের, প্রকাশিত ও গুপ্ত সকল প্রকার পাপকে মাফ করে দাও।”